Share it

দ্বিতীয়বারের জন্য বিশ্বস্ত সৈনিক অধীর চৌধুরীর ওপরেই ভরসা রাখল কংগ্রেসের হাইকমান্ড। এরফলে সমস্ত জল্পনার অবসান হল। সোমেন মিত্রর প্রয়াণের প্রায় এক মাস পর ফের সেই অধীর চৌধুরীকেই বিধানভবনের মাথায় বসালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ২০১৮ সালে তাঁকে সরিয়েই সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দিয়েছিলেন রাহুল গান্ধী।

বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। বাংলায় বামেদের সঙ্গে সমঝোতার প্রক্রিয়া শুরু করেছিলেন অধীর চৌধুরীই। পরে সোমেন মিত্রর হাত ধরে রাজ্য কংগ্রেস সেই পথেই হাঁটছিল। এখন অধীরবাবু ফের প্রদেশ কংগ্রেসের দায়িত্ব পাওয়ায় বামেদের সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া অব্যাহত থাকবে বলেই দু’পক্ষের নেতাদের ধারণা। CPI(M)-এর পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রাতেই অধীরবাবুর নিয়োগকে স্বাগত জানিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে অধীরবাবু লোকসভায় কংগ্রেসের দলনেতা। দিল্লির সঙ্গেই এ বার বাংলায় প্রদেশ কংগ্রেসের দায়িত্বও দেওয়া হল তাঁকে।

বাংলার ভারপ্রাপ্ত AICC নেতা গৌরব গগৈয়ের মতে, “খুব গুরুত্বপূর্ণ ও সঙ্কটজনক সময়ে অধীরবাবু দায়িত্ব নিচ্ছেন। বাংলার কংগ্রেস কর্মীদের ভাবাবেগকে মর্যাদা দেওয়ার জন্য সনিয়াজি’র প্রতি আমরা কৃতজ্ঞ!” অধীরবাবুকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দেওয়ার আর্জি জানিয়ে কিছুদিন আগেই সনিয়াকে চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

Share it