সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। বুধবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন, ৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকা হচ্ছে অধিবেশনের মূল আলোচ্য বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সিদ্ধান্ত হবে অধিবেশনের মেয়াদ নিয়েও।
রাজ্য বিধানসভার অধ্যক্ষ জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে সমস্তরকম সতর্কতা অবলম্বন করে কীভাবে অধিবেশন চালানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরি হয়েছে। এরআগে গত সপ্তাহে রাজ্য সরকারের তরফে বিধানসভার অধ্যক্ষের কাছে অধিবেশন চালুর প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে বিমান বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানানো হয়, সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে অধিবেশন চালু করা যায় কিনা, সে সম্ভাবনা খতিয়ে দেখতে।
দেশের সংবিধান অনুযায়ী দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬ মাসের বেশি সময় নেওয়া যাবে না। সেই অনুযায়ী মার্চে শেষ অধিবেশন বসেছিল। পরবর্তী অধিবেশন সেপ্টেম্বরের মধ্যেই করতে হত রাজ্য সরকারকে। তৃণমূলের এক বিধায়ক জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে সম্ভবত এবারের এই অধিবেশন সংক্ষিপ্ত হবে।