Lata Mangeshkar
Share it

সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গোটা আবাসন সিল করে দিল বৃহন্মুম্বই মিউনিসিপল কর্পোরেশন। না, তাঁর বাড়িতে এখনও কেউ করোনা আক্রান্ত হননি। সুস্থ আছেন লতাজিও। করোনার হাত থেকে সুরক্ষিত থাকতেই আগেভাগে এই ব্যবস্থা। দক্ষিণ মুম্বইয়ের পেদ্দার রোডের প্রভুকুঞ্জ বিল্ডিং থাকেন ৯০ বছরের গায়িকা লতা মঙ্গেশকর।

মঙ্গেশকরের পরিবারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, তাঁরা যে আবাসনে থাকেন, সেখানে অনেক বর্ষীয়ান নাগরিক রয়েছেন। তাঁদের স্বাস্থ্যের কথা ভেবেই সেটি সিল করা হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতি দিয়ে। বিবৃতিতে বলা হয়েছে, “প্রভুকুঞ্জ সিল করার পর অনেকেই তার কারণ জানতে চেয়ে এত ফোন করেছেন যে আমরা আপ্লুত। প্যানডেমিকের কারণে বিল্ডিং সোসাইটি ও BMC এটি সিল করার সিদ্ধান্ত নিয়েছে বয়স্ক নাগরিকদের কথা ভেবে। এরকম একটা সতর্কতা নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছিল।”

শুভানুধ্যায়ীদের প্রতি কিংবদন্তি গায়িকার পরিবারের তরফে অনুরোধ জানানো হয়েছে, গুজবে কান না দিতে। বিবৃতিতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, “ঈশ্বরের দয়ায় ও আপনাদের শুভেচ্ছায় এই পরিবার এখনও নিরাপদে রয়েছে।” প্রসঙ্গত, শনিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে মোট ৭,৬৪,২৮১। তার মধ্যে সেখানে নতুন করে আক্রান্ত ১৬,৮৬৭ জন।

Share it