Share it

রাজ্যে সুস্থতার হার বেশ আশাপ্রদ। সোমবার থেকে টানা ৪ দিন ধরেই নতুন সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে যাচ্ছে এক দিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা। বুধবার রাজ্যে সুস্থতার হার ছিল ৭৯.১০। এদিন তা আরও খানিকটা বেড়ে হয়েছে ৮০.২৮ শতাংশ। বৃহস্পতিবার নতুন সংক্রমিতের সংখ্যা ৩ হাজারেরও কম। অথচ সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজারেরও বেশি। করোনার ঊর্ধ্বগতিতে কিছুটা রাশ টানতে পারায় আশার আলো দেখছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৯৭ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৮৯ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৭৭২। এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১ লক্ষ ২১ হাজার ৪৬ জন। এখন সক্রিয় করোনা রোগী রয়েছেন ২৬ হাজার ৭০৯ জন যা গতকালের থেকে ২৪৫ কম।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। এই নিয়ে রাজ্যে মোট মৃত্যু হল ৩ হাজার ১৭ জনের। মৃতদের মধ্যে ১৬ জন কলকাতার বাসিন্দা। ১০ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

Share it