করোনা সংক্রমণ রুখতে পূর্ব ঘোষণা মোতাবেক রাজ্যে লকডাউন হবে ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর। সোমবার জানালেন মুখ্য সচিব রাজীব সিনহা। এদিকে কলকাতায় মেট্রো চলবে ৮ সেপ্টেম্বর থেকে। এই খবরে স্বাভাবিকভাবেই স্বস্তিতে রাজ্যবাসী। তবে লোকাল ট্রেন চালু হবে কবে থেকে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।
সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ সম্পূর্ণ লকডাউন পালনের কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু, কেন্দ্রীয় সরকার সম্প্রতি আনলক ফোর চালু করে। বলে দেওয়া হয় রাজ্যগুলিকে এবার থেকে কেন্দ্রের সঙ্গে আলোচনা না করে লকডাউন লাগু করতে পারবে না।
এরপর রাজ্যের তরফে বলা হয়, কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর এ নিয়ে সবুজ সঙ্কেত দিলেন মুখ্যসচিব।
সেইসঙ্গে এও জানানো হয়েছে, রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে লকডাউন থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। স্কুল, কলেজ, সিনেমা হল, সুইমিং পুল, পার্ক বন্ধ থাকবে সেপ্টেম্বর পর্যন্ত। তবে কনটেনমেন্ট জোনের বাইরে বিধিনিষেধ শিথিল থাকবে।
এদিকে গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্য চায় এবার শহরতলিতে লোকাল ট্রেন ও কলকাতায় মেট্রো পরিষেবা চালু করতে। এনিয়ে কেন্দ্রের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয় রাজ্যের তরফে। এরপর রাজ্য সরকারের তরফে সোমবার জানানো হয় ৮ সেপ্টেম্বর থেকে ফের শুরু হবে মেট্রো পরিষেবা। প্রসঙ্গত, দিল্লিতে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর থেকে।