করোনা ভাইরাস
Share it

রাজ্যে ফের আক্রান্তের সংখ্যাকে টপকে গেল সুস্থতার সংখ্যা। তবে রবিবারও আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে রাজ্যে। স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩০১৯। পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৩০৮। মৃত্যু হয়েছে ৫০ জনের।

রবিবার পর্যন্ত রাজ্যে মোট কোভিড পজিটিভের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৭৮৫। সুস্থতার সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৯৫২ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৭৬। মেডিক্যাল বুলেটিনে প্রকাশ, এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৫ হাজার ৬৫৭।

করোনা আক্রান্তের হার ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি দিচ্ছে সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান। রবিবার পর্যন্ত রাজ্যে ডিসচার্জ রেট বেড়ে হয়েছে ৮১.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৪৩৬ জনের কোভিড পরীক্ষা হয়েছে। এই নিয়ে রাজ্যে ৭০টি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষা হয়েছে মোট ১৮ লাখ ৪৫ হাজার ৩৯৬ জনের। জেলায় সংক্রমণের নিরিখে এদিনও কলকাতাকে টপকে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা।

Share it