Share it

প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে রবিবারও জেরা করছে CBI। এই নিয়ে পরপর তিনদিন CBI জেরার মুখে রিয়া। গত দুদিনে মোট ১৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ CBI দফতরে পৌঁছন রিয়া। সূত্রের খবর, গতকাল রিয়ার জবাবে সন্তুষ্ট হয়নি তদন্তকারী সংস্থার কর্তারা। তাই এদিনও ফের তলব করা হয় তাঁকে। রবিবার DRDO গেস্ট হাউসে ডাকা হয়েছে সুশান্তের বন্ধু তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি, রিয়ার সহযোগী স্যামুয়েল মিরান্ডাকে। রয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীও। মনে করা হচ্ছে, চারজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

এদিকে এবার সুশান্তর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে CBI। সূত্রের খবর, প্রথমে সুশান্তর বোন নীতু সিংহকে তলব করা হয়েছে। পরে পরিবারের বাকি সদস্যদেরও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর পাশাপাশি, SSR-এর আরও এক বোন প্রিয়াঙ্কা এবং বন্ধু সিদ্ধার্থকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই সুশান্তর বাবার বয়ান রেকর্ড করেছে CBI। ৮ থেকে ১২ জুনের মধ্যে কী হয়েছিল? জানতে চাওয়া হয়েছে। রিয়ার দাবির সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের দাবি।

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগ এনেছেন প্রয়াত অভিনেতার পরিবার। ২৮ অগাস্ট রিয়াকে প্রথম তলব করে CBI। সেদিন সান্তাক্রুজের ডিআরডিও গেস্টহাউসে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। জেরা করা হয় টানা ১০ ঘণ্টা। পরের দিন ২৯ অগাস্ট টানা ৭ ঘণ্টা জেরা করেন তদন্তকারী অফিসাররা। এদিকে প্রাণ সংশয় হতে পারে অনুমান করে রিয়াকে মুম্বই পুলিশের গাড়িতে চেপে তদন্তকারীদের সামনে হাজির করা হয়।

Share it