Share it

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে এক যুগের পরিসমাপ্তি ঘটল”। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্নেহ করতেন প্রণব মুখোপাধ্যায়৷ কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলেও তাঁদের সম্পর্কে ফাটল ধরেনি৷

ট্যুইটারে নিজের শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “গভীর দুঃখের সঙ্গে আমায় এটা লিখতে হচ্ছে৷ ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন৷ একটি যুগের অবসান হল৷ কয়েক যুগ ধরে তিনি আমার কাছে বাবার মতো ছিলেন৷ প্রথমবার সাংসদ নির্বাচিত হওয়া থেকে মন্ত্রিসভায় আমার সিনিয়র সহকর্মী, অথবা তিনি রাষ্ট্রপতি থাকাকালীন আমার মুখ্যমন্ত্রী হওয়া…কত স্মৃতি রয়েছে! দিল্লিতে গিয়ে প্রণবদার সঙ্গে দেখা না করার কথা ভাবতে পারি না৷ রাজনীতি থেকে অর্থনীতি, সব বিষয়েই তিনি একজন কিংবদন্তি ছিলেন৷ তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব৷ তাঁর অভাব গভীরভাবে অনুভব করব৷ অভিজিৎ এবং শর্মিষ্ঠাকে আমার সমবেদনা জানাই৷”

প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দেশের প্রায় সমস্ত রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিরা। গত ৯ অগস্ট রাতে নিজের দিল্লির বাড়িতে শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণববাবু। ১০ অগাস্ট ভর্তি হন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে। তারপর থেকে ২২ দিনের লড়াই শেষ করে সোমবার চলে গেলেন পৃথিবী ছেড়ে।

Share it