ফের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সোমবার সকালে সেনাবাহিনীর রিচার্স অ্যান্ড রেফারেল হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে রবিবারের তুলনায় প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সংক্রমণ বেড়েছে ফুসফুসের। তাঁর সেপটিক শক দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিতসকরা। বিশেষজ্ঞ চিকিতসকদের একটি দল তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন। এই মুহূর্তে প্রণব মুখোপাধ্যায় গভীর কোমায় ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতি ও রাজনীতিবিদ ১০ অগাস্ট থেকে দিল্লি ক্যান্টনমেন্টে সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন। ওইদিনই ব্রেনে রক্ত জমাট বেঁধে যাওয়ায় তাঁর মস্তিষ্কে অপারেশনও হয়। সেইসঙ্গে তিনি কোভিড পজিটিভে আক্রান্ত হন। পরে তাঁর ফুসফুসে সংক্রমণ ও রেনাল প্রক্রিয়ায় সমস্যা দেখা দেয়।
রবিবার চিকিতসকরা জানান, শ্রী মুখার্জি গভীর কোমায় ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তিনি হিমোডায়নামিক্যালি স্টেবল রয়েছেন। কোনও রোগীর রক্তচাপ, হার্ট ও পালস রেট স্বাভাবিক থাকলে তাকে হিমোডায়নামিক্যালি স্টেবল কন্ডিশন বলা হয়। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ তিনি দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন৷