Share it

ফের দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ার অভিযোগ উঠল লাল ফৌজের বিরুদ্ধে। সীমান্তে উস্কানিমূলক সেনা জমায়েত করতে দেখা গেছে PLA-কে। সেনা মুখপাত্র কর্নেল আমন আনন্দ এ খবর জানিয়েছেন সংবাদ সংস্থাকে।

কর্নেল আমন আনন্দ বলেন, “সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে ঐক্যমত্যে পৌঁছনো সম্ভব হয়েছিল। গত ২৯ ও ৩০ অগাস্ট রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি তা লঙ্ঘন করেছে। স্থিতাবস্থা নষ্ট করতে PLA সেখানে প্ররোচনামূলক সামরিক পদক্ষেপ করেছে।”

যদিও চিনের তরফে ঠিক কী ধরনের সামরিক ততপরতা দেখা গেছে, তা খোলসা করেননি কর্নেল আমন আনন্দ। তবে তিনি বলেন, “প্যাংগং হ্রদের দক্ষিণে চিনা বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করে দেয় ভারতীয় বাহিনী। সেখানে নিজেদের অবস্থান মজবুত করা গিয়েছ। একতরফা ভাবে চিন পরিস্থিতি বদলানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।”

Share it