Share it

এবার করোনা পজিটিভ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

সূত্রের খবর, কয়েকদিন আগে দলীয় কাজে স্বরূপনগর গিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক। তারপরই তাঁর শরীরে মৃদু উপসর্গ দেখা যায়। দেরি না করে পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর পরামর্শেই তিনি কোভিড টেস্ট করান। রবিবার সেই পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। সাবধানতা অবলম্বনের জন্যই তাঁকে বাড়ির বদলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। সেইমতো রাতেই তিনি বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি হন।

রাজ্যের অনেক নেতা ও বিধায়কই করোনা আক্রান্ত হলেও মন্ত্রী তালিকায় প্রথম কোভিড পজিটিভ হন দমকল মন্ত্রী ও লেকটাউনের বিধায়ক সুজিত বসু। তাঁর বাড়ির এক পরিচারিকার শরীরে প্রথমে করোনা ধরা পড়ে। সুজিত বসু শুরুতে হোম আইসোলেশনে থাকলেও পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Share it