Share it

চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১০ অগাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। রাখা হয়েছিল ভেন্টিলেটর সাপোর্টে।

সোমবার প্রণব মুখোপাধ্যায়কে ভর্তি করা হয় দিল্লির আর্মি’জ রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে। সেখানেই তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার হয়। রাখা হয় ভেন্টিলেশনে। ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। তার আগে পর্যন্ত দীর্ঘদিন ধরে প্রণব মুখোপাধ্যায় ছিলেন কংগ্রেসের মুশকিল আসান।

Share it