Share it

“চাকরি নিয়ে কাউকে দুশ্চিন্তা করতে হবে না। লক্ষ-লক্ষ কর্মস্থান হবে বাংলায়।” তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস অনুষ্ঠানে ভার্চুয়াল সভা থেকে এই বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই আশ্বাস কিছুটা হলেও স্বস্তি ও আশা জাগাবে বাংলার লক্ষ লক্ষ যুব ও ছাত্রছাত্রীদের।

করোনা পরিস্থিতির জেরে এবার অন্যরকমভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হল। জমায়েত সম্ভব নয় বলে ভার্চুয়াল সভা থেকে বক্তৃতা দেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “রাজারহাটে সিলিকন হাব হচ্ছে। দেউচা-পাচামিতে খনি প্রকল্পের কাজ শুরু হচ্ছে। দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হবে। সেখানে রিলায়েন্স লগ্নি করবে। এছাড়াও একাধিক প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। ফলে কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তার দিন শেষ।” একইসঙ্গে মমতা জানান, প্রতি বছর ২০০ পড়ুয়াকে সিএমও-তে নেওয়া হবে। পাশাপাশি, মানুষের পাশে দাঁড়াতে পড়ুয়াদের ইন্টার্নশিপও করানো হবে।

শুক্রবার ভার্চুয়াল সভা থেকে সেপ্টেম্বরে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তবে তিনি বলেন, “শীর্ষ আদালত যখন বলেছে পরীক্ষা নিতেই হবে, তখন পুজোর আগে কীভাবে পরীক্ষা নেওয়া যায় দেখতে হবে৷ অনলাইন বা অফলাইনে পরীক্ষা নেওয়া হবে কিনা, তা আলোচনা করে দেখুক কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি৷”

এদিনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন, “এক সপ্তাহের মধ্যে সূচি ঠিক করে ইউজিসিকে জানিয়ে দিন। কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই। দেখুন কী ভাবে অনলাইনে পরীক্ষা নেওয়া যায়। অথবা পরীক্ষার্থীদের বাড়ির কাছে সেন্টার করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা।”

Share it