সুপ্রিম কোর্ট
Share it

নির্ধারিত সময়সূচি মেনে হবে JEE-NEET প্রবেশিকা পরীক্ষা। ছয় বিরোধী রাজ্যের আবেদন খারিজ করে একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ রায়ে জানিয়েছে, JEE-NEET স্থগিতের আর্জি জানিয়ে রাজ্যগুলির করা রিভিউ আবেদনের কোনও সারবত্তা নেই। ফলে ‘আগের রায় পুনর্বিবেচনা করার কোনও প্রশ্ন নেই’। সাফ জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত।

পরীক্ষা পিছনোর বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দাবি উঠছিল। কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে তা নিয়ে আবেদনও জমা দেন এক দল পড়ুয়া। কিন্তু ১৭ অগস্ট সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ‘করোনা যদি আরও এক বছর থাকে, তার জন্য জীবন থেমে থাকবে না’। তাই পড়ুয়াদেরও বছর নষ্ট হত‌ে দেওয়া যাবে না। আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় একাধিক অ-বিজেপি রাজ্য। তারা জানায়, করোনা পরিস্থিতিতে যান চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। এমন পরিস্থিতিতে পরীক্ষা দিতে যেতে সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারা। রয়েছে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও।

গত ২৮ অগস্ট সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানায়, পশ্চিমবঙ্গ সহ ৬ রাজ্য। শুক্রবার সেই আবেদনই খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের ১৭ অগস্টের রায়ের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকেই শুরু হয়েছে জয়েন্ট এন্ট্রান্স। পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লক্ষ। অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে NEET।

Share it