Share it

সোমবার সফলভাবে হাইপারসোনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটার ভেহিক্যাল (HSTDV) উৎক্ষেপণ করল ডিআরডিও (DRDO)। শব্দের চেয়ে প্রায় ছ’গুণ গতিবেগ সম্পন্ন চালকহীন আকাশযান HSTDV-এর পরীক্ষায় সাফল্য অর্জন করল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। HSTDV-এর সফল পরীক্ষার ফলে হাইপারসনিক প্রযুক্তিতে আমেরিকা, রাশিয়া এবং চিনের সঙ্গে এক সারিতে চলে এল ভারত।

দেখুন ভিডিও:

সোমবার সকালে বালাসোরের এপিজে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে অগ্নি মিসাইল বুস্টারের সহযোগিতায় এই যানটিকে উৎক্ষপণ করা হয়। একটি অগ্নি ক্ষেপণাস্ত্রকে ভূমি থেকে প্রায় ৩০ কিলোমিটার উঁচুতে নিয়ে যায় ‘বুস্টার’ হিসেবে ব্যবহৃত HSTDV। DRDO সূত্রে জানা গিয়েছে, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে HSTDV সাড়ে ৩২ কিলোমিটার উচ্চতায় উঠে যেতে পারে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আজ DRDO প্রধান সতীশ রেড্ডি এবং তাঁর সহকারী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন। তিনি বলেন, “ডিআরডিও-এর গোটা টিমকে এই যুগান্তকারী পরিকল্পনার জন্য অভিনন্দন। এই সাফল্যের মধ্যে দিয়েই প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতার স্বপ্নের দিকে আরও অগ্রসর হতে পারলাম। এই অভাবনীয় কাজের সঙ্গে জড়িত সমস্ত বিজ্ঞানীদের আমি অভিনন্দন জানিয়েছি। ভারত তাঁদের নিয়ে গর্বিত।”

Share it