দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতেই দিল্লিতে চালু হয়ে গেল মেট্রো রেল চলাচল। ৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে পরিষেবা। তবে কোভিড সাবধানতা অবলম্বন করেই মেট্রোয় যাতায়াত শুরু হয়েছে রাজধানীতে।
সোমবার থেকে আপাতত প্রতিদিন ৪৯ কিলোমিটার চলবে দিল্লির মেট্রো। মোট ৩৭টি স্টেশনে দাঁড়াবে ট্রেন। সকালে ৭টা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে ৮টা পর্যন্ত চালু থাকবে পরিষেবা। কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত জায়গাগুলিতে মেট্রো থামছে না।
সোমবার সকাল ৭টা থেকে প্রথম ধাপে সময়পুর বদলি স্টেশন থেকে হুডা সিটি সেন্টার পর্যন্ত হলুদ লাইনে শুরু হয়েছে মেট্রো চলাচল। র্যাপিড লাইনেও মেট্রো পরিষেবা চলছে। আগামী পাঁচ দিনে ধাপে ধাপে অন্য লাইনগুলিতেও পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণ রুখতে স্টেশনে এবং ট্রেনের মধ্যে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী এবং মেট্রো আধিকারিকরা মাস্ক ও ফেসশিল্ড পরে স্টেশনে ডিউটি করছেন। মেট্রো স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় থাকছে একাধিক ব্যবস্থা। স্টেশনে ঢোকার মুখেই থাকছে থার্মাল স্ক্রিনিং। স্টেশনের বিভিন্ন জায়গায় থাকছে স্যানিটাইজার মেশিনও। মাস্ক বা ফেস কভার ছাড়া যাত্রীরা স্টেশনে ঢুকতেই পারবেন না বলে জানা গিয়েছে।