Share it

বিভিন্ন ক্ষেত্রে দেশ আত্মনির্ভর হচ্ছে। আগামিদিনে আরও হবে। তবে দেশের খেলনা বাজারে যে সম্ভাবনা আছে, তা এখনও মুঠোয় আনতে পারেনি ভারত। বর্তমানে ভারতে ৭ লক্ষ কোটি টাকার খেলনার বাজার আছে। কিন্তু, তার বেশিরভাগটাই বিদেশের দখলে। এবার সময় এসেছে খেলনা উতপাদনেও জোর দেওয়ার। রবিবার ৬৮তম মন কি বাত অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের তরুণ এবং যুবসমাজকে দেশীয় প্রযুক্তিতে খেলনা তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিন বেশ কয়েকটি অ্যাপ-এরও উদ্বোধন করেন নমো।

প্রযুক্তির যুগে কম্পিউটার গেমসেরও চাহিদা তুঙ্গে। কিন্তু বেশিরভাগ কম্পিউটার গেমই বিদেশি। দেশের তরুণ প্রতিভাদের কাছে মোদি অনুরোধ জানান, “আপনারা ভারতের পুরনো ধারণা নিয়ে গেম বানান। একসঙ্গে আমরা সফল হবই। আত্মনির্ভর হতে হলে, সব ক্ষেত্রেই হতে হবে।”

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, পুরো দেশে সেপ্টেম্বর মাস ‘নিউট্রশন মান্থ’ বা ‘পুষ্টি মাস’ হিসেবে পালন করা হবে। আগামিদিনে স্কুল, কলেজে দেশজুড়ে পুষ্টি নিয়ে সচেতনতার প্রচার করা হবে। করোনা পরিস্থিতিতে দেশের কৃষকদের ভূমিকারও এদিন প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়।

Share it