সুপ্রিম কোর্ট
Share it

করোনা আবহে এবার মহরমে তাজিয়া নিয়ে শোভাযাত্রা করা যাবে না। বৃহস্পতিবার এ বিষয়ে একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদেকে নিয়ে গঠিত তিন সদস্যের একটি ডিভিশন বেঞ্চ জানায়, সারা দেশের জন্য সাধারণভাবে শোভাযাত্রার জন্য কোনও অভিন্ন অনুমতি দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে তাজিয়া বের হতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তখন একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ওপর সংক্রমণ ছড়ানোর দায় চাপিয়ে দেওয়া হতে পারে।

জনস্বার্থ মামলাকারী সইদ কালবে জাওয়াদ যুক্তি দেন, জৈনদের ধর্মীয় অনুষ্ঠানের জন্য মুম্বইয়ের তিনটি উপাসনাস্থল খোলার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য একই রকম অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের ক্ষেত্রেও কিছু আইনি শিথিলতার আর্জি জানিয়েছিলেন তিনি। এরপরেই প্রধান বিচারপতি বলেন, ‘জগন্নাথ পুরীর বিষয়টি একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ৷ কিন্তু, এক্ষেত্রে সেটা সম্ভব নয়।

Share it