এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা পুরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র ও বর্তমান পুর প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ। করোনা আক্রান্ত তাঁর স্ত্রীও। দুজনেই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে অতীন ঘোষ জানিয়েছেন।
তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে প্রাক্তন ডেপুটি মেয়র জানিয়েছেন। রয়েছে হালকা জ্বর। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় পুরপ্রশাসক বোর্ডের সদস্য জানিয়েছেন, “আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ যে হালকা লক্ষণ সত্ত্বেও, স্বাস্থ্যসম্মতভাবে আমরা পুরোপুরি সুস্থ বোধ করছি।
আমার কোয়ারেন্টাইন সময় শেষ হয়ে গেলে, আমি আবার কাজ শুরু করার অপেক্ষায় রয়েছি। আমি আবারও কলকাতা কর্পোরেশনের পক্ষে সামনের লাইন থেকে নতুন শক্তি, উদ্যোগ এবং উদ্যমের সাথে লড়াই করব।”