ভারতে এই বছরের শেষের দিকে আসবে প্রথম করোনা ভ্যাকসিন। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। ANI-কে তিনি বলেন, “একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ফেজে রয়েছে। এই বছরের শেষের দিকে একটা ভ্যাকসিন আনা যাবে বলে আমরা আশাবাদী।”
বিশ্বের মধ্যে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার সবচেয়ে কম বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বলেন, “বিশ্বের মধ্যে আমাদের দেশে করোনায় মৃত্যুর হার ১.৮৭ শতাংশ। আর সুস্থতার হার ৭৫ শতাংশ। আমাদের এখন ১৫০০টি টেস্টিং ল্যাব রয়েছে। এটা একটা অ্যাচিভমেন্ট।”
PTI-এর পরিসংখ্যান বলছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লাখের গণ্ডি অতিক্রান্ত। সুস্থ হয়েছেন ২২.৭১ লাখ রোগী। মৃতের সংখ্যা ৫৫,০০০। বিশ্বের মধ্যে করোনা সংক্রমণের নিরিখে ভারত রয়েছে তিন নম্বরে, দ্বিতীয় ব্রাজিল, প্রথম স্থানে রয়েছে আমেরিকা।