Van Damme_Kickboxer_Movie Scene
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: হলিউড অভিনেতা ভ্যান ডেমকে নিশ্চয়ই মনে আছে। তাঁর কিক বক্সিং ছবিটিতে মরণপণ লড়াইয়ের প্রতিটি মুহূর্ত এখনও জীবন্ত হয়ে আছে দর্শকদের। কিক বক্সিং নামের মধ্যেই রয়েছে এই খেলাটির অর্থ। কিক এবং বক্সিং দুটি খেলারই সংমিশ্রণ ঘটিয়ে এই খেলাটি হয়।

দুজন প্রতিযোগী ঘুঁষির পাশাপাশি মার্শাল আর্টের মতো পায়ের ব্যবহারও করতে পারেন। অর্থাৎ যথেচ্ছ ঘুঁষি ও লাথি মেরে শত্রুকে ঘায়েল করাই এই খেলার নিয়ম। রুদ্ধশ্বাস উত্তেজনা পরতে পরতে জড়িয়ে রয়েছে এই খেলার সঙ্গে। আমাদের দেশেও এই খেলাটির যথেষ্ট চল রয়েছে। ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এই কিক বক্সিংও। তাতে ছোট ছোট ছেলেমেয়েদের অংশগ্রহণে উৎসাহ দেখে সহজেই অনুমান করা যায়। এই জনপ্রিয়তার আঁচ আরও একটু বাড়িয়ে দিতে এবার খাস কলকাতাতেই বসেছে কিকবক্সিং প্রতিযোগিতার আসর।

কলকাতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে Wako India Children, Cadet & Junior National Kickboxing Championship, 2022। ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেহালা স্টেডিয়ামে ৫দিন ব্যাপী এই প্রতিযোগিতার আসর বসেছে। ওয়াকো ইন্ডিয়া সংস্থার সভাপতি সন্তোষ আগরওয়াল জানিয়েছেন, এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। শুধু কলকাতা থেকেই প্রতিযোগীর সংখ্যা ৩০। সারাবাংলা থেকে এই সংখ্যাটা ১১০। করোনা পরবর্তী সময়ে কলকাতায় এত বড় জাতীয় প্রতিযোগিতার আসর এই প্রথম বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

Share it