নিউজ ওয়েভ ইন্ডিয়া: ‘বর্ণবিদ্বেষ’ প্রতিবাদে অংশ না নেওয়া নিয়ে এবার মুখ খুললেন স্বয়ং দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock)। সরকারিভাবে একটি বিবৃতি দিয়ে বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, “আমার দলের সতীর্থ ও অনুরাগীদের প্রতি আমি দুঃখিত। আমি কখনই এটাকে বড় ইস্যু করতে চাইনি।”
Quinton de Kock statement 📝 pic.twitter.com/Vtje9yUCO6
— Cricket South Africa (@OfficialCSA) October 28, 2021
সেইসঙ্গে কুইন্টন ডি কক (Quinton de Kock) আরও বলেন, “আমি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর গুরুত্ব বুঝি। এবং এটাও বুঝি একজন খেলোয়াড় হিসেবে এই প্রতিবাদে সামিল হওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। যদি অন্যকে শেখাতে বা কারও জীবন সুন্দর করতে আমার হাঁটুর সাহায্য নিতে হয় তাহলে আমি তাই করতে পারলে দারুন খুশি হব।”