ডুরান্ড কাপে জয়ের হ্যাটট্রিক মহামেডানের
Share it


নিউজ ওয়েভ ইন্ডিয়া: ডুরান্ডে ফের জয় পেল মহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ইন্ডিয়ান এয়ারফোর্সকে ২-০ গোলে হারাল শেখ ফৈয়াজরা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আভাস থাপা।

শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে গোল করেন ওসমান এনডিয়ে ও রাহুল পাসোয়ান। তিনটি ম্যাচে জয়ের সুবাদে গ্রুপ লিগে শীর্ষে থেকে শেষ আটে চলে গেল সাদা কালো ব্রিগেড। ম্যাচের ৩৩ মিনিটের মাথায় ফজলি রহমানের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ওসমান এনডিয়ে। ৪১ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন ফজলু। এয়ারফোর্সের গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। ৫৭ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন রাহুল পাসোয়ান। বিপক্ষ ডিফেন্ডারের ভুল পাস বক্সের মধ্যে পেয়েও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি রাহুল। ৮৭ মিনিটে অবশ্য ওসমানের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন সেই রাহুলই। শেষপর্যন্ত ২-০ গোলে ম্যাচ জেতে চেরনিশভের দল। টানা তিনটি ম্যাচে দলের জয় নিয়ে খুশি টিম ম্যানেজমেন্ট।

ডুরান্ডে প্রথম ম্যাচে এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মহামেডান। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারায় শেখ ফৈয়াজরা।

Share it