নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে। সহ অধিনায়ক চেতেশ্বর পূজারা। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, ঋষভ পন্থকেও। দ্বিতীয় টেস্টে দলে যোগ দেবেন বিরাট কোহলি। সেই ম্যাচে নেতৃত্বও দেবেন তিনি।
#TeamIndia squad for NZ Tests:
A Rahane (C), C Pujara (VC), KL Rahul, M Agarwal, S Gill, S Iyer, W Saha (WK), KS Bharat (WK), R Jadeja, R Ashwin, A Patel, J Yadav, I Sharma, U Yadav, Md Siraj, P Krishna
*Virat Kohli will join the squad for the 2nd Test and will lead the team. pic.twitter.com/FqU7xdHpjQ
— BCCI (@BCCI) November 12, 2021
কিউইদের বিরুদ্ধে টেস্টে একাধিক নতুন মুখকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। ভারতীয় দলে ডাক পেয়েছেন শ্রেয়স আইয়ার, কেএস ভরত, জয়ন্ত যাদব। বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক সিনিয়র প্লেয়ারকে। তাদের মধ্যে আছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিও।