মাত্র ২ দিনেই মোতেরা স্টেডিয়ামে পিঙ্ক বল টেস্ট জিতে নিল ভারত। বৃহস্পতিবার নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১০ উইকেটে ইংল্যান্ডকে হারায় বিরাট কোহলির টিম ইন্ডিয়া। বল হাতে ফের ভেল্কি দেখালেন ঘরের ছেলে অক্ষর প্যাটেল।
Just unbelievable to witness the boys sealing the match in just two days. What a clinical win! Onwards and upwards. Jai Hind. #INDvENG #Pinkballtest @BCCI pic.twitter.com/uJrF3yQjaM
— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 25, 2021
ভারতীয় বোলারদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন তুলে নেন ৪ উইকেট। একইসঙ্গে অনন্য মাইলফলকও স্পর্শ করেন তিনি। টেস্টে ৪০০ উইকেট নেওয়ার দ্রুততার নিরিখে তিনি শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীথরনের পর বিশ্বের দ্বিতীয় বোলার। বল হাতে বিধ্বংসী হয়ে ওঠেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ৬ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি।
Special bowler
Special milestone
Special emotionsTake a bow, @ashwinravi99! 👏👏@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Follow the match 👉 https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/HkxrEiTFpo
— BCCI (@BCCI) February 25, 2021
এদিন মাত্র ৮১ রানে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট ঝুলিতে পোরেন অক্ষর প্যাটেল মাত্র ৩২ রানের বিনিময়ে। জেতার জন্য ভারতের সামনে লক্ষ্য ছিল মাত্র ৪৯ রান। রোহিত শর্মা ও শুভমন গিলের কোনও সমস্যাই হয়নি ওই রান সহজে তুলে দিতে।