Mohammedan's new Midfielder Abhishek Haldar
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: I League-এ খেলতে নামার আগে মাঝমাঠকে আরও শক্তিশালী করল মহমেডান স্পোর্টিং ক্লাব। এবার হায়দরাবাদ এফসি, পুনে সিটি এফসি ও ইন্ডিয়ান অ্যারোজে খেলা ফুটবলার অভিষেক হালদারের সঙ্গে চুক্তি পাকা করল সাদা-কালো ব্রিগেড।

২০২১-২২ মরশুমে I League খেতাব জিততে মরিয়া ময়দানের অন্যতম প্রাচীন এই ক্লাব। তার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। দলগঠন থেকে স্পনসর কোথাও একচুলও ফাঁকি দিতে চাইছেন না ক্লাব কর্তারা। বিদেশি কোচ আন্দ্রে চেরনিশভের অধীনে ইতিমধ্যেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে মহমেডান। জয়ী হয়েছে তিনটিতেই।
Mohammedan's new Midfielder Abhishek Haldar
৪০ বছর পর এবার ক্লাব তাঁবুতে শোভা পাচ্ছে কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপের ট্রফি। আর তাতেই উজ্জীবিত হয়ে পড়েছেন ক্লাব কর্তা থেকে ফুটবলার সকলে। আসন্ন I League-ও এবার জিততে সর্বস্ব দিয়ে ঝাঁপাতে চায় ১৩৯ বছরের ঐতিহাসিক এই ক্লাব।

Share it