Share it

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন লিওনেল মেসি। একটি বিশেষ বার্তায় এই ৩৩ বছর বয়সী ফুটবল তারকা অনুরোধ জানিয়েছেন, দ্রুত তাঁকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে। ক্লাবসূত্রেই এখবর নিশ্চিত করা হয়েছে। মেসি যদি শেষ পর্যন্ত সত্যি ক্লাব ছেড়ে দেন, ট্র্যান্সফার ফি-তে একটি টাকাও বার্সেলোনা পাবে না। কারণ, চুক্তি অনুযায়ী ২০২১ সালে মেসির মেয়াদ ফুরনোর কথা। ওই চুক্তির একটি শর্ত, শেষ বছরে মেসি নিজে ক্লাব ছাড়তে চাইলে বার্সা তাঁকে বাধা দিতে পারবে না।

ক্লাব যাতে তাড়িতাড়ি তাঁকে ছেড়ে দেয়, তার জন্য প্রয়োজনীয় নথিও ইতিমধ্যেই ফ্যাক্স মারফত পাঠিয়ে দেওয়া হয়েছে মেসির তরফে। একটি স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ মেসির কাছ থেকে ফ্যাক্স করা কাগজপত্র হাতে পেয়েছে। পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন বার্সার কর্তারা।

ঠিক ১০ দিন আগে বার্সেলোনা, ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সাথে ৮-২ ব্যবধানে একটি ম্যাচ হারে, যেই ম্যাচে খেলেছেন লিওনেল মেসি। এই ম্যাচটির পরপরই দ্রুত কোচ বদল করে বার্সেলোনা। কুইক সেতিয়েনের জায়গায় নিয়ে আসা হয় রোনাল্ড কোম্যানকে। মেসির ক্লাব ছাড়ার খবর প্রকাশ হতেই ন্যু ক্যাম্পে ক্লাব অফিসের বাইরে বিক্ষোভ দেখান মেসি ভক্তরা।

আর্জেন্টিনিয় তারকার বার্সা ছাড়ার ঘোষণার পরই আসরে নেমে পড়েছে ইউরোপের সেরা ক্লাবগুলো। জল্পনা, গুয়ার্দিওলার কোচিংয়ে খেলতে ম্যান সিটিতে যোগ দিতে পারেন এলএমটেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই আর্জেন্টিনিয় তারকার এজেন্টের সঙ্গেও কথা হয়েছে ম্যান ইউ কর্তার। মেসিকে পেতে লড়াইয়ে রয়েছে পিএসজি, জুভেন্টাস, ইন্টার মিলানও।

Share it