TMC-তে যোগ দিলেন যশবন্ত সিনহা
Share it

“অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। BJP-এর শাসনে সমস্ত প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ছে।” শনিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে পুরনো দলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অটলবিহারী বাজপেয়ী জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তিনি বলেন, “বিপন্ন গণতন্ত্রকে রক্ষা করতেই তৃণমূল কংগ্রেস যোগদানের সিদ্ধান্ত।”


শনিবার তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন তৃণমূলের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন। সুব্রত মুখোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর হাতে দলীয় পতাকা তুলে দেন। যশবন্ত সিনহার দাবী, “অটলবিহারী বাজপেয়ী সরকারের আমলে যে BJP ছিল, আজকের BJP তার চেয়ে অনেক আলাদা, অনেক বেশি ব্যক্তিকেন্দ্রিক।” মোদী-শাহের সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, “মোদী সরকার স্বেচ্ছাচার চালাচ্ছে। এদের বাধা দেওয়ার মতো কেউ নেই। দেশের গণতন্ত্র আজ বিপন্ন।”


তাঁর আরও অভিযোগ, মোদী-শাহের BJP বাকিদের দমন করে রাখতে চায়। শিবসেনা, অকালি দলের মতো শরিকরাও তাই আজ BJP-কে ছেড়ে চলে গিয়েছে।” কান্দাহার বিমান ছিনতাইয়ের কথাও উঠে আসে তাঁর মুখে। বলেন, “মমতাজি আর আমি দু’জনেই অটলজির মন্ত্রিসভায় ছিলাম। সেই সংকটের সময় নিজেই পণবন্দী হতে চেয়েছিলেন মমতাজি।”


আট দফায় বিধানসভা নির্বাচন করা নিয়েও কমিশনকে কড়া তোপ দেগেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “আট দফায় কেন, তাহলে ২৯৪ দফাতেই ভোট করতে পারত নির্বাচন কমিশন। সারা বছর ধরে ভোট হত। আর প্রশাসনও তাদের হাতে থাকত।” কমিশন এখন কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল হয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

Share it