নন্দীগ্রামে BJP-এর প্রার্থীপদে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়া মহকুমাশাসকের অফিসে শুভেন্দু মনোনয়নপত্র জমা দেন।
West Bengal: BJP leader Suvendu Adhikari files his nomination as the party's candidate from Nandigram for #WestBengalElections2021
CM Mamata Banerjee is the TMC candidate from Nandigram. pic.twitter.com/QJJwF5lVo5
— ANI (@ANI) March 12, 2021
তার আগে হলদিয়ায় ক্ষুদিরাম মোড় থেকে একটি রোড শো করেন নন্দীগ্রামের BJP প্রার্থী। মহকুমাশাসকের দফতর পর্যন্ত চলে সেই রোড শো। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানি। সকাল ৯টায় তিনি সোনাচূড়ার সিংহবাহিনীর মন্দিরে পুজো দেন। তার পর সেখান থেকে যান জানকী নাথ মন্দিরে। সেখানে যজ্ঞও করেন তিনি। সেখান থেকেই সোজা হলদিয়ায় যান শুভেন্দু।
বিজেপির হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পেশকে ঘিরে সকাল থেকেই সরগরম ছিল নন্দীগ্রাম। হাজার হাজার কর্মী সমর্থক হাজির হয়েছিলেন শুভেন্দুর জনসভায়। মঞ্চে হাজির দুই কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানি শুভেন্দুকে ‘বাংলার বাঘ’ বলে অভিহিত করেন। তাঁদের দাবি, ‘২ মে-র পর রাজ্যে বিজেপি-র সরকার ক্ষমতায় আসছে।’
ওই মঞ্চ থেকেই তাঁর প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন প্রাইভেট লিমিটেভ কম্পানিতে পরিণত হয়েছে। সেখানে পিসি আর ভাইপোর পোস্ট রয়েছে। বাকিরা সব ল্যাম্পপোস্ট।” নন্দীগ্রাম নামের সঙ্গে বাংলার আবেগ জড়িয়ে রয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু। বলেন, বাংলায় পরিবর্তনের যুগের স্বাক্ষী নন্দীগ্রাম।