সাহাগঞ্জে বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদী
Share it

বাংলায় এসে ফের তৃণমূল সরকারকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোলাবাজি, কাটমানি থেকে শুরু করে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কড়া সমালোচনা করলেন তিনি। বক্তব্য শুরু করেন বাংলায় ভাষণ দিয়ে। শুরুতেই বলেন, “বাংলা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।”


সোমবার সাহাগঞ্জের ডানলপ মাঠে জনসভা করেন নরেন্দ্র মোদী। এদিন তাঁর বক্তব্যে উঠে আসে তৃণমূল সরকারের স্বজনপোষণ, কাটমানি, সিন্ডিকেট প্রসঙ্গ। আমফানের ত্রাণ থেকে শুরু করে ত্রিপল নিয়ে দুর্নীতি, কয়লাকাণ্ড, প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান ও আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে না দেওয়া নিয়ে একের পর এক তিরে বিদ্ধ করেন তৃণমূল সরকারকে।


রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূল নেতাদের সম্পত্তি, চাকচিক্য বাড়ছে। তোলাবাজি থাকলে, কাটমানি কালচার থাকলে, আইনের শাসন না থাকলে পরিবর্তন হবে না বাংলায়।” মোদীর অভিযোগ, ‘বাংলায় বাড়িভাড়া নিতে গেলেও কাটমানি লাগে। সিন্ডিকেটকে টাকা না দিলে তাও পাওয়া যাবে না।’


তবে পানীয় জল পরিষেবা নিয়ে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। মোদি বললেন, “বাংলার সব বাড়িতে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ১৭০০ কোটিরও বেশি টাকা তৃণমূল সরকারকে দিয়েছিল কেন্দ্র। সেখান থেকে মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। বাকি ১১০০ কোটি টাকা চেপে দিয়েছে।” মোদী বলেন,”বাংলার গ্রামাঞ্চলে দেড়-পৌনে দু কোটি মানুষের মধ্যে মাত্র ২ লক্ষ মানুষের বাড়িতে পানীয় জলের পাইপলাইন পৌঁছেছে।”

Share it