সুপ্রিম কোর্টে গ্রাহ্য হল না অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিয়ে করা জনস্বার্থ মামলার আবেদন। শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বে একটি বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয়। তবে আইন সংক্রান্ত কোনও উপায়ে আবেদনটি নিয়ে অগ্রসর হওয়ার অনুমতি দেওয়া হয়েছে মামলাকারীকে। জনস্বার্থ মামলাটিতে বিরোধী দলনেতাদের সুরক্ষার আবেদনও জানানো হয়েছিল।
মামলাকারীর পক্ষে আইনজীবী সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেন, তৃণমূল সরকারের শাসনে পশ্চিমবঙ্গে ক্রমাগত আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। গত প্রায় ১০ বছরে ৩০০-রও বেশি নেতাকর্মী খুন হয়েছে বিরোধী দলের। তিনি আরও বলেন, বাংলায় সংখ্যালঘু ভোটাররা বড় ভূমিকা নেবে। ভারতীয় জনতা পার্টির নেতাদের কৌশলগতভাবে টার্গেট করা হবে। শুধু তাই নয়, তেলাঙ্গানার ভোটারদের বাংলায় ভুয়ো ভোটার হিসেবে নথিভুক্তকরণ করানো হয়েছে।
আইনজীবী আদালতে সওয়াল করেন যে, পশ্চিমবঙ্গে অনবরত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যদিও বিচারপতি অশোক ভূষণ জানিয়ে দেন তিনি মামলাকারীর মানবাধিকার লঙ্ঘনের মতো কোনও কিছু দেখছেন না এবং মামলাটি ৩২ নম্বর ধারায় আবেদন করা যেতে পারে।