নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিভে গেল ‘সন্ধ্যা’ দীপ। প্রয়াত কিংবদন্তি শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কিছুক্ষণ আগেই অ্যাপোলো হাসপাতাল সূত্রে এই খবর জানানো হয়েছে। ৯০ বছর বয়সে জীবনাবসান হল তাঁর। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকরা চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।
২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বাড়িতে বাথরুমে পড়েন বাম পায়ের উড়ুতে আঘাত পান প্রবাদ প্রতিম সঙ্গীতশিল্পী। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরের দিন তাঁকে গ্রিন করিডোর করে SSKM হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর। কোভিড পজিটিভও ধরা পড়ে তাঁর।
নবতিপর সঙ্গীতশিল্পীকে SSKM-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি গঠিত হয় মেডিক্যাল বোর্ড। ওইদিন বিকেলেই তাঁকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুদিন আগেই তাঁর লেফট ফিমার অপারেশন সফল হয়। ২৬ জানুয়ারি তিনি অসুস্থ হয়ে পড়ার দু’দিন আগেই কেন্দ্রের ‘পদ্মশ্রী’ সম্মান প্রত্যাখ্যান করেছিলেন তিনি।