নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে বিনিয়োগের আহ্বান জানাতে মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সফরে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সাক্ষাৎ করতে পারেন শিব সেনা নেতা আদিত্য ঠাকরে এবং NCP নেতা শরদ পওয়ারের সঙ্গেও। মঙ্গলবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে নিজেই সাংবাদিকদের জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো।
#WestBengal CM #MamataBanerjee greeted Zee TV Founder & Rajya Sabha MP Dr. Subhash Chandra on his birthday. @subhashchandra pic.twitter.com/drvlllSXFM
— Pooja Mehta (@pooja_news) November 30, 2021
মমতা বলেন, “বিকেলে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করব। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণও জানাব। সিদ্ধি বিনায়ক মন্দিরেও যাব।” তবে এবারের সফরে শিব সেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হবে না। কারণ, উদ্ধব ঠাকরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকেরাও বাইরের কারও সঙ্গে দেখা করতে অনুমতি দিচ্ছেন না।
তৃণমূল সুপ্রিমোর পাশাপাশি মঙ্গলবার রাতে মুম্বই যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শিল্প সম্মেলনে উপস্থিতি থাকা মমতার ঘোষিত উদ্দেশ্য হলেও, তাঁর মুম্বই সফরের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।