Share it

খুলে গেল তারাপীঠ মন্দির (Tarapith Temple)। কোভিড বিধি (Covid Protocol) মেনে বুধবার সকাল থেকে ভক্তরা পুজো দিয়ে খুশি। তবে এদিন স্থানীয় মানুষের ভিড় ছিল বেশি। কারণ, মা তারার পুজো দিয়ে ছেলে, জামাই ও নাতি-নাতনিদের মঙ্গল কামনা করেন মা –শাশুড়িরা।

লকডাউনের শুরু থেকেই তারাপীঠ মন্দির বন্ধের সিদ্ধান্ত নেয় মন্দির কমিটি। প্রথম ধাপে গত বছরে প্রায় তিনমাস বন্ধ ছিল মন্দির। খোলা হয়েছিল রথযাত্রার দিন। দ্বিতীয় ধাপে চলতি বছরের ১৮ মে ভক্তদের জন্য ফের বন্ধ করা হয় মন্দিরের দরজা। একমাস পর বুধবার ফের মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। তবে সিদ্ধান্ত মতো মন্দির কমিটির বিধিনিষেধ সাইনবোর্ড করে ঝুলিয়ে দেওয়া হয়েছে মন্দিরের বিভিন্ন এলাকায়। মা তারাকে জড়িয়ে প্রণাম করা এবং মোবাইলে ছবি তোলার উপর কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।

এদিন তারাপীঠে পুজো দিতে এসেছিলেন হাওড়ার দাশনগরের বৃষ্টি কোলে। তিনি বলেন, “মন্দির খুলে যাওয়ার খবর পেয়েই পুজো দিতে চলে এলাম। করোনা অতিমারির কারণে দীর্ঘদিন মা তারার পুজো দেওয়া হয়নি। বিধিনিষেধ মেনে পুজো দিয়ে ভালো লাগলো।”

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “ট্রেন বাস বন্ধ। ফলে বহিরাগত ভক্তরা আসতে পারেননি। নিজস্ব যাদের গাড়ি রয়েছে তারাই এসেছেন পুজো দিতে। তবে এদিন স্থানীয় মানুষের ভিড় বেশি। জামাই, ছেলেমেয়ে এবং নাতিনাতনিদের মঙ্গল কামনায় পুজো দেন মহিলারা। তবে আমরা সমস্ত বিধি মেনেই পুজোর ব্যবস্থা করেছি। গর্ভগৃহের ঢোকার মুখে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। যাতে ভিতরে ভিড় না হয়। আমরা সমস্ত বিধি মেনেই মন্দিরের পুজো চালু রাখব।”

Share it