শুভেন্দু অধিকারী (ফাইল ফোটো)
Share it

শেষপর্যন্ত BJP-তেই যোগ দিতে চলেছেন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে এখবর জানা গেছে। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন। তাঁর উপস্থিতিতেই BJP-তে যোগ দেবেন নন্দীগ্রামের বিধায়ক।

বিজেপিতে যোগদানের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা তাঁর। বিধানসভার স্পিকার তাঁর ইস্তফা গ্রহণ করলে স্থায়ীভাবে তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ ঘটবে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীর।

মঙ্গলবার একটি অরাজনৈতিক মঞ্চে উপস্থিত ছিলেন বিক্ষুব্ধ বিধায়ক। সরাসরি দলত্যাগ নিয়ে মুখ না খুললেও সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন শুভেন্দু। ‘বহিরাগত’ ও ‘গণতন্ত্র’ ইস্যুতে তাঁর দলকে তীব্র কটাক্ষ করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “রাজনৈতিক পথ বা মত আলাদা হলেও, যে পদে আমরা থাকি না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা প্রথম ভারতীয়, তার পরে আমরা বাঙালি।” গণতন্ত্র নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে তিনি সবসময় মানুষের পাশে থাকবেন।

মুখ খোলেন নন্দীগ্রাম আন্দোলন নিয়েও। শুভেন্দু অধিকারী বলেন, “নন্দীগ্রাম আন্দোলন কোনও ব্যক্তির নয়, ওই আন্দোলন ছিল জনতার।” তিনি বলেন, “কোনও পদের লোভ নেই তাঁর।” তাঁর প্রতি ব্যক্তিগত আক্রমণ নিয়েও মুখ খোলেন শুভেন্দু। বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছে তাঁদের অবস্থা অনিল বসুদের মতো হবে।

Share it