রকেট হামলা হল আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে। শনিবার রাতভর বেশ কয়েকটি রকেট হামলা চলে ওই বিমানবন্দরকে লক্ষ্য করে। সংবাদসংস্থা AFP-কে উদ্ধৃত করে এখবর প্রকাশ করেছে ANI। তবে হতাহতের কোনও খবর জানা যায়নি এখনও।
যুদ্ধ বিধ্বস্ত আফিগাস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর থেকেই সেখানে ক্রমাগত বেড়ে চলেছে তালিবানদের দৌরাত্ম্য। যা এশিয়া দেশগুলিতে তথা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মহলে চিন্তার ভাঁজ ফেলেছে।
কয়েক মাস আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় আমেরিকা। সেনা ফেরানোর প্রক্রিয়া শুরু হতেই সেখানে মাথাচাড়া দিয়ে ওঠে তালিবান শক্তি। নিজেদের আধিপত্য বিস্তার করতে গত কয়েক সপ্তাহ জুড়ে তালিবানদের হিংসাত্মক কার্যকলাপ জায়গা করে নিয়েছে খবরের শিরোনামে। ক্রমাগত তারা আঘাত হেনে চলেছে স্থানীয় বাসিন্দা, অফগান সেনা ও সুরক্ষা বাহিনীর ওপর। গত মাসে ঈদের প্রার্থনা চলাকালীন প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে তিনটি রকেট নামায় তালিবানরা।