নিউজ ওয়েভ ইন্ডিয়া: অবশেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীর নাম ঘোষণা করল BJP। উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে BJP-র প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে এন্টালি থেকে প্রার্থী করেছিল BJP। কিন্তু, সেখানে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান তিনি।
ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনের জন্য নিম্নলিখিত নামের অনুমোদন দিয়েছে। pic.twitter.com/234mYJTcXl
— BJP Bengal (@BJP4Bengal) September 10, 2021
২০১৪ সালে BJP-তে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। BJP যুব মোর্চার গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন প্রিয়াঙ্কা।
পাশাপাশি সামশেরগঞ্জ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী মিলন ঘোষকে প্রার্থী করেছে BJP। সুজিত দাসকে পদ্মফুল শিবিরের প্রার্থী করা হয়েছে জঙ্গিপুর বিধানসভা নির্বাচনে।