Share it

বাড়ানো হল মাদার ডেয়ারি (Mother Dairy) দুধের দাম। লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ছে উত্তর-পূর্ব ও মধ্য ভারতে। ফলে কলকাতা ছাড়াও Delhi-NCR ও উত্তরপ্রদেশের গ্রাহকদের এবার থেকে গুণতে হবে বেশি করে নগদ।

এছাড়া নাগপুর ও মুম্বইয়েও লাগু করা হবে বর্ধিত হারের এই দাম। নতুন দাম কার্যকর করা হবে ১১ জুলাই থেকে।

মাদার ডেয়ারির দুগ্ধজাত সমস্ত উৎপাদনেই (Milk Product) নতুন হারের এই দাম কার্যকর করা হবে বলেও বিবৃতি দিয়ে জানিয়েছে ডেয়ারি কর্তৃপক্ষ। আরও জানানো হয়েছে, এর আগে দেড় বছর আগে ২০১৯ সালের ডিসেম্বরে শেষ বার বাড়ানো হয়েছিল মাদার ডেয়ারি দুধের দাম।

মাদার ডেয়ারি কর্তৃপক্ষ এও জানিয়েছে, প্যানডেমিক (Pandemic) পরিস্থিতিতে শেষ এক বছরে বেড়েছে দুগ্ধ উৎপাদনের খরচ। তাই বাধ্য হয়েই দাম বাড়ানোর পথে হাঁটতে হয়েছে তাদের।

উল্লেখ্য, দেশের ১০০টিরও বেশি শহরে পাওয়া যায় মাদার ডেয়ারির দুধ।

Share it