সোমবার দক্ষিণেশ্বর-নোয়াপাড়া সম্প্রসারিত মেট্রোপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভার্চুয়াল মাধ্যমে সেই সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন তিনি। আগামীকাল থেকেই সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মেট্রো পরিষেবা।
LIVE: PM Shri @narendramodi inaugurates various railway projects in West Bengal. #ModirSatheBangla https://t.co/1gNZihYgJq
— BJP Bengal (@BJP4Bengal) February 22, 2021
সোমবার সবুজ পতাকা দেখিয়ে দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করেন মোদী। তিনি বলেন, “এই নতুন রেললাইন থেকে মানুষের জীবন আরও সহজ হবে। এর মাধ্যমেই আত্মনির্ভরতা খুঁজে পাবে দেশবাসী।” এই পরিষেবার মাধ্যমে শুধু কলকাতার মানুষ নন, হুগলি-হাওড়া এবং উত্তর ২৪ পরগনা মানুষজনও বিশেষ সুবিধা পাবেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।
Inaugurating development works in Hooghly. https://t.co/jgONjU76BH
— Narendra Modi (@narendramodi) February 22, 2021
সম্প্রসারিত মেট্রো পরিষেবা উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল ছাড়াও মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশী-সহ কয়েক জন আধিকারিককে মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই মেট্রো পরিষেবার মাধ্যমে কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর, মাত্র আড়াই ঘণ্টার সড়কপথের দূরত্ব এবার কমে মাত্র এক ঘণ্টায় এসে দাঁড়াবে।