Omicron
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে কোভিড বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল। Corona Virus-এর নয়া রূপ Omicron নিয়ে সতর্কতার কারণেই এই সিদ্ধান্ত। এদেশে Omicron এখনও শনাক্ত না হলেও কেন্দ্রীয় সরকার করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। তারপরেই রাজ্যের এই নির্দেশিকা প্রকাশ।

মঙ্গলবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে বর্তমানে যে কোভিডবিধি কার্যকর রয়েছে, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ বর্ধিত করা হয়েছে। অর্থাৎ, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি থাকবে। শুধু মাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকবে।

সম্প্রতি কেন্দ্র এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বৈঠকে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে অতি সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যার প্রথম পদক্ষেপ হিসেবে অবিলম্বে বাড়াতে বলা হয়েছিল করোনা পরীক্ষা। পাশাপাশি যে সব এলাকাগুলিতে সাম্প্রতিক কালে করোনা সংক্রমণ ধরা পড়েছে, সেই সব এলাকাতেও নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তারপরেই এই সিদ্ধান্ত নবান্নের।

Share it