Mumbai Rape
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ৩৩ ঘণ্টা জীবনযুদ্ধের অবসান। মৃত্যু হল মুম্বইয়ের সাকিনাকা এলাকার নির্যাতিতার। ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। মুম্বই পুলিশের তরফে টুইট করে এই জানানো হয়েছে।


শুক্রবার ভোররাতে মুম্বইয়ের সাকিনাকা এলাকায় একটি টেম্পোর ভিতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছিল বছর ৩২-এর ওই তরুণীর দেহ। হাসপাতাল সূত্রে খবর, নৃশংস অত্যাচার চালানো হয়েছিল তাঁর উপর। ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এরপর শুরু হয় বাঁচার লড়াই। প্রায় ৩৩ ঘণ্টা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন নির্যাতিতা। চিকিৎসকরাও আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। জীবন যুদ্ধে পরাজিত হলেন মুম্বইয়ের ‘নির্ভয়া’। শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাটিল অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। রাজ্যের আরও এক মন্ত্রী নবাব মালিক বলেছেন, “যত দ্রুত সম্ভব এই ঘটনার চার্জশিট তৈরি করা হবে। এবং ফাস্ট-ট্র্যাক কোর্টে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে।”

Share it