নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের নারকীয় ঘটনা। মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হল এক কলেজ ছাত্রীকে। যদিও ট্রেনের যাত্রীরা হাতেনাতে ধরে ফেলে ওই ছিনতাইকারীকে। গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রীকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার লোহাপুর স্টেশনে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার বাসিন্দা ওই ছাত্রী নলহাটি হীরালাল ভকত কলেজের ছাত্রী। বৃহস্পতিবার আজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেন ধরে কলেজে যাচ্ছিল সে। লোহাপুর স্টেশন থেকে ট্রেন ছাড়তেই ছাত্রীর হাতে থাকা মোবাইল নিয়ে পালাবার চেষ্টা করে এক দুষ্কৃতী। ওই ছাত্রী দুষ্কৃতীকে ধরে ফেলে। সেই সময় দুষ্কৃতী ছাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। নিজেও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় এলাকার লোকজন দুষ্কৃতীকে ধরে ফেলে। খবর পেয়ে রেল পুলিশ এলে দুষ্কৃতীকে গ্রেফতার করে। আহত ছাত্রীকে প্রথমে লোহাপুর প্রাথমিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। মাথায় আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয়।
রেল পুলিশ সূত্রে জানা গেচে, ওই দুষ্কৃতীর বাড়ি বীরভূমের নলহাটি থানার টারাহাট পাড়ায়। পুলিশের কাছে ওই দুষ্কৃতীর কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবারের লোকজন।