West Bengal CM Mamata Banerjee holds administrative review meeting at Ganga Sagar, South 24 Paraganas
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেশজুড়ে থাবা বসিয়ে নতুন স্ট্রেন ওমিক্রন। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলাতেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ। পরিস্থিতি সামলাতে ফের নিয়ন্ত্রণের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার গঙ্গাসাগরে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি। বৈঠকে ওমিক্রন রূপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আধিকারিকদের তিনি বলেন, “কোভিড পরিস্থিতি নজরে রাখো। যদি দেখো, স্কুলে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা হলে আমরা কিছু দিনের জন্য আবার ছুটি দিয়ে দেব।”

মুখ্যমন্ত্রীর মতে, “যে হেতু তৃতীয় ঢেউ আসছে, রাজ্যে কোভিড পরিস্থিতি, ওমিক্রন পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সেই মতো আমরা সিদ্ধান্ত নেব।” একই সঙ্গে কলকাতায় কন্টেনমেন্ট জ়োন চিহ্নিত করার বিষয় নিয়েও নির্দেশ দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাইরে থেকে যে বিমান আসছে, সেখান থেকেই কোভিড বেশি ছড়াচ্ছে। ধরাও পড়েছে। ভয় পাওয়ার কারণ নেই। ছড়াচ্ছে বেশি। তাই সংখ্যাটা বেশি হচ্ছে।”

Share it