দলের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিধানসভা নির্বাচনের পর কলকাতা পুরভোটেও নিজেদের শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। গোটা শহরে ১৪৪টির মধ্যে ১৩০-এরও বেশি আসন দখলে রাখার পথে শাসকদল। এমন জয়ের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, “মা-মাটি-মানুষ যে রায় দিয়েছে, তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।” উল্লেখ্য, গত বার ১১৪ ওয়ার্ডে জয়ী হয়েছিল তৃণমূল।

মঙ্গলবার ফল ঘোষণার পর দিকে দিকে তৃণমূলের জয়ের খবর আসতেই বললেন, “এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। কলকাতার মানুষ যে রায় দিয়েছে, এরপরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। মাথা নত করে মা-মাটি -মানুষের জন্য কাজ করতে হবে।”

একইসঙ্গে এদিন BJP-কে কটাক্ষও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “জনতার রায়ে বিজেপি ভোকাট্টা”। মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে অসম গেলেন মমতা। বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এই জয়কে মা-মাটি-মানুষকেই উৎসর্গ করেন মমতা।

Share it