নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাত পোহালেই পুরভোটে নামছে তিলোত্তমা। তার আগে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা শহরকে। নাকা চেকিং চলছে পুরোদমে। সচিত্র পরিচয়পত্র দেখা হচ্ছে প্রাইভেট গাড়ির চালক ও মোটরবাইক আরোহীদের। এমনকি গাড়ির ডিকি খুলেও চলছে তল্লাশি।
এই নাকা চেকিংয়ের জেরেই ভোটের আগের দিন সন্ধ্যায় শহরে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তারাতলার জিঞ্জিরা বাজারের কাছে 9MM পিস্তল-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কী উদ্দেশ্যে তারা কলকাতায় ঢুকেছিল, অস্ত্র নিয়েই বা কোথায় যাচ্ছিল, এসব জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ফলে রাত বাড়তেই নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, কলকাতা পুরভোটে প্রায় ২৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে শহরজুড়ে। স্পর্শকাতর বুথগুলিতে বেশি সংখ্যায় ফোর্স রাখা হচ্ছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, কমপক্ষে পাঁচ হাজার ফোর্স ভোটের দিন শহর পাহারা দেবে। গোটা শহরে নজরদারি চালাতে লালবাজারে বসেছে বিশেষ কন্ট্রোলরুম। কলকাতায় ঢোকার চেক পয়েন্টগুলো সিল করে দেওয়া হয়েছে।