নিউজ ওয়েভ ইন্ডিয়া: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলিকে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ঘটনা নিয়ে তলব করেছেন জগদীপ ধনখড়। রবিবার একটি টুইট করেছেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, ‘ভাইরাল ভিডিওয় উদ্বেগজনক পরিস্থিতি প্রতিফলিত হয়েছে। তার প্রেক্ষিতে মুখ্যসচিবকে আগামীকাল দুপুর ১টার মধ্যে সর্বশেষ পরিস্থিতির তথ্য নিয়ে হাজির হতে বলা হয়েছে।’
টুইটে রাজ্যপাল আরও লিখেছেন, ‘এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে আইন লঙ্ঘনকারী দুর্বৃত্তরা কোনও ভয়ডর ছাড়াই কাজ করে চলেছে, যেটা আইন মান্যকারীদের জন্য অবশ্যই ভয়ঙ্কর দৃশ্য।’ টুইটটির সঙ্গে ঘটনাটির ভিডিও শেয়ার করেন ধনখড়।
এই প্রথমবার নয়। এর আগেও একাধিক ইস্যুতে রাজ্যপাল মুখ্যসচিবকে রাজভবনে তলব করেছেন। কখনও রাজভবনে গিয়েছেন মুখ্যসচিব। আবার কখনও যাননি। তাই সোমবার দুপুর ১টায় মুখ্যসচিব রাজ্যপালের তলবে সাড়া দিয়ে উপস্থিত হবেন কিনা, তা নিয়েও সংশয় রয়েছে প্রশাসনিক মহলে।
এদিকে রবিবার এই ঘটনার প্রেক্ষিতেই অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিনকে গ্রেফতার করেছে টেকনোসিটি থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের অন্দরে দুর্নীতির জন্য উপাচার্য দায়ী বলে সরব হয়েছেন গিয়াসউদ্দিন। তাঁর বক্তব্য, “আমার প্রতিবাদের পদ্ধতি হয়ত ভুল ছিল, কিন্তু, দাবিটা সঠিক ছিল।”