সাফল্যের সঙ্গে ১৫০০ দিন অতিক্রম 'যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন'-এর
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: করোনা মহামারির সময় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে শুরু হয়েছিল পথচলা। কিন্তু, তখন হয়ত কেউই ভাবেননি সেই পথচলা অনন্ত হবে। আজ ১৫০০ দিন অতিক্রান্ত করে মানুষের মনে এমন বিশ্বাসই প্রতিষ্ঠা করতে পেরেছে বামপন্থী স্বেচ্ছাসেবীরা। ‘যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন’ যেন এক জীবন্ত ‘মিথ’ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কলকাতার মানুষের কাছে।

যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের সূচনা হয়েছিল এক দুঃসহ সময়ে। ভয়ঙ্কর করোনা মহামারির সময় একদল ছেলেমেয়ে উদ্যোগ নিয়ে শুরু করেছিল ভ্রাম্যমান রান্নাঘর। ভ্যানে করে ভাত, একটু ডাল আর সবজি কিংবা ডিম। অঞ্চলের দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষ, পিছিয়ে পড়া শ্রেণি এবং অবশ্যই গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষের মুখে অন্ন তুলে দিতে সচেষ্ট হয়েছিল তারা। আজ তার বাস্তব রূপ হল যাদবপুরের জ্যোতিদেবী শ্রমজীবী ক্যান্টিন।

১৫০০ দিন অতিক্রান্তের এই দিনটি স্মরণীয় করে রাখলেন একদল ছেলেমেয়ে। এদিন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র। তাঁর বাবার জন্মদিন তিনি যাদবপুরের রান্নাঘরেই উদযাপন করেন। সেইসঙ্গে অঞ্চলের বাম ছাত্র-যুব কর্মীরা এবং নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, আবারও উদাহরণ তৈরি করল এই অঞ্চলের একঝাঁক নতুন মুখ। প্রতিদিন বহু মানুষের কাছে পৌঁছে যায় যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের খাবার। কিন্তু যাদের হাতে তৈরি হয় সেইসব সুস্বাদু মেনু, তাদের হাতেই কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের ছাত্রছাত্রী এবং SFI কর্মীরা হাতখরচের টাকা বাঁচিয়ে অর্থসাহায্য তুলে দিল।

Share it