নিউজ ওয়েভ ইন্ডিয়া: ইসকনের তরফে প্রতি বছরের মতো এবছরও মকরসংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় পূণ্যার্থীদের জন্য থাকা ও খাওয়ার আয়োজন করা হয়েছে। ইসকন (ISKCON) গঙ্গাসাগর শাখা কেন্দ্র দ্বারা (গঙ্গাসাগর মেলার ৫ নম্বর রাস্তায় হ্যালিপ্যাডের কাছে, কে-২ বাস টার্মিনালের বিপরীতে) তীর্থ যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে সেবা শিবির। ১০ জানুয়ারি বুধবার ২০২৪ থেকে সাত দিন ব্যাপী এই সেবা শিবির চলবে ১৬ জানুয়ারি মঙ্গলবার ২০২৪ পর্যন্ত।
এবছর এক লক্ষ তীর্থযাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পেট ভরে প্রসাদ বিতরণ করা হবে, চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ (কম্বল), এছাড়াও ৪০০০ কপি গীতা বিতরন ইত্যাদি পরিসেবা দেওয়া হবে। ৬০০ স্বেচ্ছাসেবক এই সেবা শিবিরে নিরলসভাবে রাতদিন সেবায় নিযুক্ত থাকবেন। অস্থায়ী রাত্রিকালীন বাসস্থান (Night Shelter) দেওয়া হবে।
বিশ্বশান্তি ও বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরনের জন্য প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমুদ্র সৈকতে মহা হরিনাম সংকীর্তণের আয়োজন করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের ৩০ জন বিদেশী ভক্তবৃন্দ এই হরিনাম সংকীর্তণে অংশগ্রহণ করবেন।
গঙ্গাসাগর মেলার সাফল্য ও আগত তীর্থযাত্রীদের মঙ্গল কামনায় ইসকন গঙ্গাসাগরে বিশেষ একটি যজ্ঞের আয়োজন করবে,১৩ থেকে ১৫ জানুয়ারি ২০২৪,এই ৩ দিন ব্যাপী বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যজ্ঞ অনুষ্ঠান চলবে। এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা ও ইসকনের সন্ন্যাসীবৃন্দ।
ইসকনের তরফে বলা হয়েছে, “সব তীর্থ বার বার, গঙ্গাসাগর একবার। আসুন, মহাতীর্থ গঙ্গাসাগর সঙ্গমে মহা সন্ধিক্ষণে মকরসংক্রান্তির পূণ্যলগ্নে অবগাহন করে আমাদের মানব জীবনকে ধন্য করি।”