Corona Test (Representational Image)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের দুরন্ত গতিতে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২৭ হাজার। সপ্তাহের শুরুতে যেখানে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল সাত হাজারের আশেপাশে, সপ্তাহের শেষে অর্থাৎ মাত্র এক সপ্তাহে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা বেড়েছে প্রায় ২০ হাজার। দিল্লি, মুম্বই, কলকাতার মতো মেট্রো সিটিগুলিতে হু হু করে বাড়ছে সংক্রমণ।

দীর্ঘদিন বাদে দেশের দৈনিক আক্রান্ত ২৫ হাজারের উপরে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৫৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৫ হাজার বেশি। এরমধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১,৫২৫। এই সংখ্যাটা অনেকটাই বাড়বে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৮০১। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ৫৬১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনার অ্যাকটিভ কেস বেড়েছে ১৮ হাজার ২০। করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ২২৯ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৭৭০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মত, ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। কেননা অনেক আক্রান্তের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং সম্ভব হচ্ছে না, আর হলেও রিপোর্ট আসতে দেরি হচ্ছে। সরকারিভাবে ঘোষণা না করা হলেও দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই তৃতীয় ঢেউ শুরু হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে একমাত্র টিকা আর সচেতনতার ওপর নির্ভর করেই লড়াই করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। ৩ জানুয়ারি থেকে শুরু হবে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। সেইসঙ্গে রাজ্যগুলিকে স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করে তোলারও নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Share it