মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে আগুন
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিধ্বংসী অগ্নিকাণ্ড পশ্চিম দিল্লিতে। মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হত। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিতে দেখা গেছে অনেককে। তাঁদের মধ্যে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ২০টি দমকলের ইঞ্জিন নামানো হয়। আগুনের তীব্রতা দেখে পরে আরও বাড়ানো হল ইঞ্জিনের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৪টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Share it